মোবাইলে ব্লগিং এর টুকিটাকি
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ২৩ জুন, ২০১৪, ০৫:২৯:২৪ সকাল
টুডে ব্লগে আমরা অনেকেই আছি যারা মোবাইলে ব্লগিং করি। ইচ্ছা থাকা সত্বেও আমরা অনেকে ল্যাপটপ বা ডেস্কটপ এ দীর্ঘ সময় থাকতে পারিনা।
আবার এমনও হয় যে কেউ কোথাও বেড়াতে গেলাম তখন প্রচন্ড রকম ইচ্ছা সত্বেও প্রিয় ব্লগটি ওপেন করতে পারছিনা।
এমনও আমরা সচরাচর দেখি একজন ব্লগারকে অনেকদিন পরে দেখলাম তো তাকে জিজ্ঞাসা করলাম এতদিন কোথায় ছিলেন?
উত্তরে তিনি বললেন যে গ্রামে বেড়াতে গিয়েছিলাম আর ওখানে কম্পিউটার না থাকাতে ইচ্ছা থাকাতেও ব্লগে থাকতে পারিনি।
আবার অনেক সময় অনেক ব্লগার ভাইয়া আপুরা মোবাইলে ব্লগিং করেন কিন্তু বাংলায় সঠিকভাবে টাইপ করতে পারেননা। কিছু কিছু সমস্যায় পড়েন যেমন যুক্তবর্ণ এড করা এবং অন্যকোন কারন।
আবার এরকমও হয় কমেন্টস করা বা জবাব দিতে পারছিনা।
এরকম কিছু খুটিনাটি বিষয় তুলে ধরছি আমার এ পোষ্টে।
আর এটার একটা সমাধানের ও চেষ্টা করছি আপনি কিভাবে বাংলায় সুন্দর ভাবে ব্লগিং করতে পারেন।
আমার থেকেও অনেক অভিজ্ঞ ব্লগার আছেন যারা কমেন্টস এর মাধ্যমে আরো ভালো দিকগুলো উল্লেখ করতে পারেন।
আশাকরি পোষ্টটিতে অনেক ব্লগার উপকৃত হবেন।
বাংলা কিবোর্ড:
মূলত আমি রিদমিক কি-বোর্ড নিয়ে আলোচনা করবো। মায়াবি কি বোর্ড বা অন্যকোন বাংলা লিখার মাধ্যম নিয়ে আলোচনা করবোনা।
আর এ পোষ্টটিতে এনড্রয়েড ব্যাবহারকারিরা উপকৃত হবেন বলে আশা করি। আপনার এনড্রয়েড ফোনে প্রথমে রিদমিক কি বোর্ড ইনস্টল করুন।
এই লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এটা গুগল প্লের লিংক। আপনার অবশ্যই একটি গুগল একাউন্ট প্র্য়োজন হবে অ্যাপলিকেশনটি ডাউনলোড করার জন্য.
অ্যাপসটি ইনস্টল করুন আপনার মোবাইলে, যখন অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হবে তখন আপনি আপনার মোবাইলের মেনু স্ক্রিন এ রিদমিক কি বোর্ডের আইকন দেখেতে পাবেন।
এরপড় সেটিংস এ যাবেন এবং সেটিংস থেকে রিদমিক কি বোর্ডকে অ্যাকটিভ করে দেবেন। নিচের স্ক্রিনশর্টগুলোতে মোবাইলে থেকে নেয়া স্টেপগুলো ক্রমানুসারে দেয়া আছে।
এখন রিদমিক কিবোর্ড ইনস্টল হলো ।
এখন আপনাকে রিদমিক কি বোর্ড সিলেক্ট করতে হবে কুইক প্যানেল থেকে। নিচের ছবিতে ডিফল্ট ইংরেজি কি বোর্ড দেয়া আছে এখন আপনাকে উপর থেকে ড্রপডাউন করে কুইক প্যানেল ওপেন করে রিদমিক কিবোর্ড সিলেক্ট করতে হবে।
স্ক্রিনশর্ট দেখুন নিচে
এরপর কিবোর্ড থেকে ট্যাপ করে রিদমিক কিবোর্ড সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন
সিলেক্ট করুন রিদমিক কিবোর্ড।
রিদমিক কিবোর্ড সিলেক্ট হয়ে গেলো এখন আপনি রিদমিক কি বোর্ড ব্যাবহার করতে পারেন। তিনটি ভিউ তে আপনি কি বোর্ডটি ব্যাবহার করতে পারেন।
১। ইংরেজী ২। ফোনেটিক (বাংলা) ৩।ইউনিজয়
চিত্রটি এমন
ইচ্ছেমত লেখার কিছু টিপস:
ইংরেজী:
আপনি ইংরেজী কিবোর্ড দিয়ে ইংরেজী টাইপ করতে পারেন। নিচের ছবিতে ইংরিজী কিবোর্ড মার্ক করে দেখানো আছে আপনি ইংরেজী লেখার ডানে বামে সোয়াইপ করে কিবোর্ড ইংরজী থেকে বাংলা বা ইউনিজয় এ নিতে পারবেন
বাংলা বা ফোনেটিক:
এ কিবোর্ডটি আমরা সবাই ইউজ করি কম বেশি। আমি নিজেও এখন পিসিতে ফোনেটিক কিবোর্ড ব্যাবহার করে লিখছি। এখানে লে আউট দেয়া আছে । মেনুতে ফোনেটিক কিবোর্ড এর ইনস্ট্রাকশন দেয়া আছে
এখান থেকে আপনি কিভাবে ফোনেটিক ব্যাবহার করবেন সেরকম নির্দেশনা দেয়া আছে।
ইউনিজয়:
এখন ইউনিজয় নিয়ে কিছু কথা বলবো। ইউনিজয় কি বোর্ড এর স্ক্রিনশর্ট:
কিভাবে সকল বর্ণগুলো আপনি ইউনিজয় এ পাবেন সেটার লে আউট নিচের দুটি স্ক্রিনশর্ট এ দেয়া আছে। এখানে আপনি কিভাবে হাইড করা বর্ণগুলো লং ট্যাপ করে পাবেন কি প্যাডে সেটাও উল্লেখ করা আছে।
মার্ক করা সিম্বলটিতে ট্যাপ করে আপনি খুব সহজে অপর পাতায় যেতে পারেন।
া ি কার ইত্যাদি আপনি যোগ করতে পারেন জাস্ট ট্যাপ করে। নিচের ছবিটি দেখুন।
যুক্তবর্ণ তৈরি করতে আপনি কোন বর্ণ লিখলেন তারপর একটা হসন্ত দিলেন তারপর আবার বর্ণ দিলেন তাহলেই বর্ণ যুক্ত হয়ে যাবে। উদাহরন ক+ ্+ত=ক্ত এরকম ভাবে আপনি শব্দযুক্ত করতে পারেন।
্র ফলা যুক্ত করতে শুধু বর্ণ লিখে ্র ফলাতে ট্যাপ করুন তাহলেই হয়ে যাবে।
্য ফলা কিভাবে লিখবেন পিকচার দেখুন।
রিদমিক কিবোর্ডে রেফ যুক্ত করা।
এক লাইন থেকে আরেক লাইনে যেতে এন্টার কি ব্যাবহার করুন। চিত্র:
বাংলা সংখ্যার উইনডো:
বাংলা লিখা সম্পর্কে অসাধারন একটি ব্লগ পড়ুন।
মোবাইল ও টেবে দ্রুতগতিতে বাংলা লেখার কৌশল লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম । এখানে আপনি সকল তথ্য পাবেন
মন্তব্য এবং জবাব:
নিচের ছবিটিতে কিভাবে কমেন্টস করবেন সেটা দেখানো আছে।
কমেন্টস প্রকাশ পাওয়ার পর
জবাব কিভাবে দিবেন:
ছবিতে যে এ্যরো চিন্হ আছে সেটাতে ট্যাপ করলেই জবাবের বক্স আসবে।
জবাব লিখে নিচের চিত্র অনুযায়ী প্রকাশ করতে পারেন।
প্রকাশিত জবাব।
মন্তব্য ডিলিট করবেন যেভাবে? নিচের ছবিটি দেখুন:
মন্তব্য রিপোর্ট করবেন কিভাবে?
নিচের ছবিটি দেখুন:
ছবিগুলোতে আমি টেক্সট এডিট করে দেখিয়ে দিয়েছি।
আমি ছবিগুলো ইউসি ব্রাউজার ব্যাবহার করে নিয়েছি।
ইউসি ব্রাউজারে আমি খুব ভালো ব্লগিং করতে পারি তবে অপেরা মিনি দিয়েও ব্লগিং করেছি।
এ দুইটি ব্রাউজার আমার কাছে খুব ভালো লাগে। আর অন্যান্য ব্রাউজারের তুলনায় এ ব্রাউজার দুইটির ব্যাবহার খুব সহজ।
আর আপনি যদি আপনার মোবাইলে কোন ব্রাউজারে সমস্যার সম্মুখীন হন তবে আপনি ব্রাউজার পরিবর্তন করে অন্য ব্রাউজারে ব্লগিং করতে পারেন।
কিভাবে ইমোটিকন মোবাইলে অ্যাড করবেন।
এ সম্পর্কে এ পোষ্টটি পড়ুন।
মোবাইলের মাধম্যে যেভাবে অতি সহজে ব্যবহার করবেন আপনার প্রিয় টুডে ব্লগ এবং যেভাবে দিবেন জবাবের মধ্যে ইমু! লিখেছেন নীলসালু .
নোট: এ ব্লগটি অ্যান্ড্রয়েড মোবাইল বা ট্যাব এর জন্য ।
আপনাদের কোন পরামর্শ বা কোন টিপস থাকলে মন্তব্যে জানালে আমি এবং অনেক ব্লগার উপকৃত হবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে। শুভ ব্লগিং।
বিষয়: বিবিধ
৬৯৩৭ বার পঠিত, ১৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঠকের মন্তব্য:
কীবোর্ড
বিজয় ইউনিজয় ফোনেটিক ইংরেজি
নাম: সুর্যের পাশে হারিকেন
মন্তব্য:
কুইক কমেন্টঃ
পাঠকের মন্তব্য:
কীবোর্ড
বিজয় ইউনিজয় ফোনেটিক ইংরেজি
নাম: সুর্যের পাশে হারিকেন
মন্তব্য:
কুইক কমেন্টঃ Chatterbox Chatterbox Day Dreaming Day Dreaming
এত সুন্দর ফটো কই পান আপনি@দাদু??
আমার পোষ্ট প্রিয়তে রাখার জন্য আপনাকেও এত্তগুলো প্লাস ব্যাক+++++++++++++++++++++++++
জাজাকাল্লাহ আপুজ্বি।
আপনাকেও অন্নেক শুকরিয়া
জাজাকাল্লাহু খাইরান আপুজ্বী।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া।
জাজাকাল্লাহ।
প্রশংসা করার জন্য আন্তরিক ধন্যবাদ সত্যিই যেনো কঠোর পরিশ্রম করতে পারি সে জন্য দোয়া চাই।
জাজাকাল্লাহু খাইরান।
আমি স্যামসাং এর নেক্সাস এ ট্রাই করেছি যেটা জিঞ্জারব্রেড ভার্সন ছিলো সেটাতে ফন্ট কাজ করে নাই। ইউনিকোড সাপোর্টিং সিস্টেম ঐ ফোনটিতে ছিলোনা যারজন্য বাংলা ফন্ট গারবেজ দেখাতো।
বাংলা আইসক্রিম স্যান্ডুইচ ভার্সন (4.0-4.0.4)থেকে আপটু সব ভার্সনে বেশ ভালো কাজ করে।
আর আপনি ম্যাক্সিস এর সাথে যোগাযোগ করে দেখেন ওরা আপনার সফটওয়্যার কে আপডেট করে দিতে পারবে কিনা?
যদি আপডেট করতে পারে তবেতো হলোই।
আর আমি আপনার দেয়া মডেলটি ঘাটাঘাটি করে দেখি কোন উপায় বের করতে পারিকিনা। আপনাকে পরে একটা আপডেট জানাবো ইনশাআল্লাহ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
কিন্তু টুডে ব্লগের পোষ্টে, মন্তব্য বা প্রতিমন্তব্যতে আমি বিভিন্নভাবে বিভিন্ন ব্রাউজার দিয়ে চেষ্টা করেছি কিন্তু পারিনি।
সম্ভবত টুডে ব্লগ মোবাইল থেকে পোষ্ট বা মন্তব্যে ছবি ব্যাবহার করার সুযোগ দেয়নি।
এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি যে অদৌ কি কোনভাবে সম্ভব মোবাইলের মাধ্যমে ব্লগ বা কমেন্টস এ ছবি আপলোড করা?
তবে আপনি মোবাইলের মাধ্যমে আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন। । এইযে আমি কিন্তু মোবাইলের মাধ্যমেই প্রোফাইল পিকচার পরিবর্তন করলাম।
আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ন বিষয়ে প্রশ্ন করার জন্য।
গতকাল রাতে আজকে সকালেও পিসি ওপেন করতে চেয়েছি কিন্তু পারিনি।
মোবাইলে অনেক উপকৃত হচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকেও
জাজাকাল্লাহ
খুবি প্রয়োজনীয় পোস্টটি প্রিয়তে রাখলাম!
মনে হয় পোস্টটি তৈরী করতে অনেক কষ্ট হয়েছে! তাই না!!
এতো সুন্দর পোস্টটির জন্য
কষ্ট কিছুটা হয়েছে কিন্তু এতে লাভবান বেশি হয়েছি আমি।
কারন এ পোষ্টটি লিখার কারনে আমার লিখার জড়তা অনেক কেটে গেছে আলহামদুলিল্লাহ।
আর পোষ্ট লিখতে সাহস ও হয়েছে।
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্যের জন্য অনেক শুকরিয়া।
আপনিতো এ বিষয়ে গুরু।
কষ্ট করাতে অনেক ভালোও হয়েছে অনেক কিছু জানতে পারছি।
ক্যান উ হেল্প মি?
আজকে আমি সার্চ করেছি আইফোন ফোর সেখানে কিছু অ্যাপ আছে পেইড করতে হবে ।
তবে একটা ফ্রি অ্যাপ পেয়েছি যেটার এডিটরে আপনি বাংলা টাইপ করে কপি পেস্ট করতে পারবেন ব্লগে।
ইনশাআল্লাহ আমি স্ক্রিনশর্ট নিয়ে ফ্রি হয়ে এটা আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো।
ধন্যবাদ।
পেইড করতে হবে।
এর জন্য ক্রেডিট/ডেবিট কার্ড সেটা করতে হয়।
আর ভাইয়া আইফোন এর মতো অত দামী মোবাইল ইউজ করা সবার পক্ষে সম্ভবও হয়না।
আমি গতকাল আরেক ভাইয়ার আইফোন নিয়ে ঘাটাঘাটি করেছিলাম। হা হা হা
অনেক ধন্যবাদ ভাইয়া।
বিয়ে করি নাই...একুশ পার করেছি সেই কবে!...
গিপট পেয়েছি...
হু...মালপানি খরচ করে এপ্স ইনস্টল করার মুরোদ আমি নই!
ফ্রিতে যে গুলো পাওয়া যায়...তা ইউজ করার টাইম পাই নাইক্কা!
তয়..কামের এক্কান মুবাইল। অনেকে ইউজ করতে গিয়ে ঝামেলা থেকে বিরক্ত হয়ে বাদ দিয়ে দিয়েছে...
তয়...আই ফোন আমার কাছে...নিত্যনতুন মনে হয়..বুঝেন ই তো...ঢাহা শহরে জানজটে কি আর করি?..গুতোগুতি করতেই মজা...হাহাহহা
জাজাকাল্লাহু খাইরান।
জাজাকাল্লাহু খাইরান।
ভাইয়ার নাম গেলো কই?
আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টটি প্রি্যতে নেয়ার জন্য ভাইয়া।
জাজাকাল্লাহ ভাইয়া।
ভাইয়া বুক রিভিউ কিভাবে করবো একটু টিপস পেলে ভালো হয়...
আপনার বই রেহনুমাপর তিনটা বই ইক্লিপ্স আপুর একটা নোমান সাইফুল্লাহ ভাইয়ার একটা ব্লগারদের বই আমার কাছে আছে একটা পোষ্ট চাচ্ছিলাম কিভাবে বুক রিভিউ করে।
বুক রিভিউ দু ভাবে হতে পারে। একটি হলো অধ্যয় ভিত্তিক। দ্বিতীয়টি হল, বইটার আলোচ্য বিষয়, লিখার ষ্টাইল, পাঠক নন্দিত হবার কারণ, এর প্রয়োজনীয়তা, বিভিন্ন পাঠকের এ সম্পর্কে কমেন্টস ইত্যাদি নিয়ে। ধন্যবাদ।
আর বুক রিভিউ কিভাবে করে সেটা বের করতেও কিছুটা সময় লাগবে।
অনেক সুন্দরী পোস্ট!
খুব ভালো লাগ্লো...
স্টিকি পোস্টে মোবাইল অভিনন্দন...
মডু ভাইদের ও আন্তরিক শুকরিয়া পোষ্টটিকে স্টিকি করার জন্য।
ভিশু ভাইয়া আপনার জন্য
আর এটা কিন্তু ভুলি নাই
অ আ মিউ মিউ
জাজাকাল্লাহু খাইরান।
আপনার পোষ্ট কতদিন পড়িনা জানেন?
লিখা চাই।
আপনাকেও শুকরিয়া ভাইয়া।
special thanks and it's for you....
JAJAKALLAHU KHAIRAN
লাল/নীল/হলুদ/সবুজ বিভিন্ন কালারে লেখে বা লিখা ছোট বড় করে আরো অনেক কাজ করে মূলত html কোডিং করে।
কিন্তু মামারা ধরলে আর রক্ষা নাই কারন এই কোডিং নিষেধ।
ব্লগ নীতিমালা
সবসময় হ্যারি এটাকে ডিসকারেজ করে @
বৃত্তের বাইরে
দাদা এখানে দেখতে পারেন এখানে একদম সহজে শিখতে পারবেন।
২
কিন্তু ব্লগে ব্যাবহার করলে সাবধান।
হারিকেন টা কই! আমারে এখনি এসে ধরবে
আপনার কোডিং এ ভুল আছে সেটা দেখানোর জন্য।
"< >" অ্যাংগেল ব্রাকেট ব্যাবহার করুন।
আর "red" e ডাবল কোটেশন দিন তাহলেই হবে।
আমি আপনাকে একটা পিকচার দিচ্ছি..।
Thank you again
এর ">" এর সামনে একটা "/" আছে এটা না হলেও হবে। ব্রেক দিতে শুধু
দিলেই হয়।
ধন্যবাদ রাইয়ান। আমি এইচ টি এম এল কোচ করানো শুরু করবো ভাবতেছি
সুন্দর কমেন্টস এর জন্য আপনার নতুন পোষ্ট কই??
হাতুড়ি দিয়েছি তাই ফউল দিয়ে শোধবাদ এখন লিখা চাই
ভাইয়া মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কিন্তু পিসিতে বাংলা একদম কচ্ছপ যদিও ইংরেজী ভালো পারি।
পোষ্টগুলো আমি মোবাইলে লিখে ড্রাফট করি তারপর পিসিতে গিয়ে পিকচার দিয়ে এবং অন্যান্য কাজ করে পোষ্ট করি।
অনেক শুকরিয়া আপনাকেও।
তবে খাওয়া দাওয়ায় আপনিই বড়....
আমার আর
জিনিটা কিন্তু দারুন।
তবে দীর্ঘ হওয়ার কারণে অনেকে আমার মতো করে ধৈর্য্য হারাবে।
আপনি অবশ্য ছোট করার জন্য সিরিজ আঁকারে লিখতে পারতেন।
-----------------------------
এই প্রক্রিয়াতে ইনস্টল করার পর আমার ওখানে কিন্তু ইউনিবিজয় আসেনি। এসেছে ইংরেজী, বাংলা এবং জাতীয়। জাতীয়টা ইউনিবিজয় এর কাজ দেয়। তবে "য়" লিখতে পারিনা। ওখানে "য়" কোথায় আছে বলবেন কি?
মহোদয় আমি জাতীয়তে "য়" খোজ করলাম কিন্তু পেলাম না।
তবে আপনি ইউনিজয় সেট করে নিতে পারেন আমি স্টেপ দিয়ে দিচ্ছি। কিভাবে সেট করবেন ইউনিজয়,
মেনু লিস্ট থেকে রিদমিক কি বোর্ড ট্যাপ করুন,
আপনি রিদমিক কি বোর্ড অ্যাপস এর ভিতরে প্রবেশ করলেন। এখন মেনু কি প্রেস করুন বা মেনু ওপেন করুন। তখন সেটিংস আসবে তারপড় সেটিংস এ ট্যাপ করুন।
এখন নিচের ছবিটি ফলো করুন,
Bangla fixed lay out এ ট্যাপ করুন।
অতপড় ইউনিজয় সিলেক্ট করুন।
এখন যে কোন এডিটর এ ইউনিজয় কিবোর্ড ওপেন করুন
এবং চিন্হিত সিম্বল এ ক্লিক করুন এবং পেয়ে যান কাংক্ষিত "য়" ।
জাজাকাল্লাহ গঠনমূলক কমেন্টস এর জন্য,
স্যার সামনে থেকে আপনার আদেশ পালন করতে চেষ্টা করবো।
অনেক শুকরিয়া স্যার।
আমার লিখনীর প্রতিটি "য়" হোক আল্লাহর আনুগত্যের তরে নিবেদিত। মায়াস্সালাম।
জাজাকাল্লাহ......আপনার লিখনী হয়ে উঠুক আল্লাহর জণ্য।
আমিন
একটাও দেখি পেলাম না
আপনার অ্যানড্রয়েড মোবাইলটা যদি রিদমিক কি বোর্ড সাপোর্ট করে তবে আপনি এখানে থেকেই ফোনেটিক ব্যাবহার করতে পারেন....
নিচের ছবিতে যে বাংলা নামে কিবোর্ড দেয়া আছে সেটাই ফোনেটিক কি বোর্ড।
নিচের ছবিগুলোতে টিউটোরিয়াল দেয়া আছে যা ওদের থেকে নেয়া আপনিও দেখতে পারেন।
পড়া এবং মন্তব্য করার জন্য।
সত্যি যেনো এভাবে লিখতে পারি দোয়ার দরখাস্ত।
একটু জানতে চাচ্ছি আপনার দেয়া মডেলটা কি Samsung galaxy S অথবা Samsung h?
আমি স্যামসাং এ ট্রাই করেছি এটা ভালো কাজ করে।
তবে আপনার মডেলটা ক্লিয়ার হলে কিছু বলতে পারবো ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ গঠনমূলক মন্তব্যের জন্য।
অনেক শুকরিয়া।
মোডারেটরদের ও সম্পাদক সাহেবকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ এই পোষ্টটিকে স্টিকি করবার জন্য।
ও খুব অভিমানি আল্ট্রা অভিমানি।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহ আর আপনার জন্য...ছোট উপহার।
জাজাকাল্লাহ ভাইয়া।
উৎসাহজনক মন্তব্যের জন্য অনেক শুকরিয়া আপু।
দাদু চা আমার অনেক প্রিয়।
অনেক ধন্যবাদ দাদু।
জাজাকাল্লাহ
কিন্তু পেরতম দু একবার কষ্ট হবে।
একা একা চেষ্টা করুন হয়ে যাবে ইনশাআল্লাহ ।
আর আটকালে হারিকেন মনি আর আওণ তো আছেই....
আপনার মোবাইলে অ্যানড্রয়েড হলে ট্রাই করতে পারেন উপকারে আসবে অনেক ইনশাআল্লাহ
আমি পোষ্ট মোবাইলে টাইপ করে ড্রাফট করে রাখি।
পড়ে সময় মত এডিট করে পিসি থেকে পোষ্ট করি।
কারন ল্যাপুতে সময় বেশি দিতে পারিনা আমি।
কোন কারনে মনে হয় কোথাও মাইন্ড খাইছে।
একদম ধুমকেতু স্টাইলে টাইপ করতে পারবেন।
দীর্ঘ সময় পর দেখলাম আপনাকে .....
আপনি ভালো আছেনতো?
ভাবিও ভালো আছেন আশা করি।
জাজাকাল্লাহ।
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
আপনাকেও
ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
আলহামদুলিল্লাহ।
আমার চাচ্চুটার জন্য এত্তগুলা ভালোবাসা এবং দোয়া।
আমার একটি সামসোন গ্যালাক্সী এসথ্রি মোবাইল আছে। ওখানে মোট ১৮১১টি টেলিফোন নম্বর আছে। মোবাইলটিতে বিভিন্ন এপ্লিকেশন এতো বেশী লোড হয়েছে যে, এখন ওটা তার শরীর নিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। তাই মোবাইলটা ফরমেট করতে চাই (টেকনিশিয়ানরা জিনিসটাকে "ফ্লাশ করা" বলে থাকেন)। এখন সমস্যা হলো ফরমেট করলে আমার ১৮১১ টেলিফোন নম্বর হারিয়ে যাচ্ছে, যা নিত্য দিনে আমার প্রয়োজন। প্রয়োজন ব্যক্তির জন্য, দ্বীনের জন্য, ব্যবসার জন্য, চাকুরীর জন্য। এখন কি কোন উপায় আছে তা সংরক্ষণ করে ফরমেট করার। যেমন অন্য কোন সেটে তা ট্রান্সফার বা পিসিতে ট্রান্সফার করে রাখা এবং পরে রিস্টোর করার। আমি ইউটুবিতে গিয়ে বিষয়টা খুজেছি। কিন্তু ইংরেজী ভাষায় হওয়াতে বুঝিনি। যদি দয়া করে সহযোগিতা করেন, তাহলে উপকৃত হবো।
আমি কিছু নিয়ম জানি তবে সবচেয়ে সহজ নিয়মটি আমি এনালাইসিস করে আপনাকে ডিটেইলস উত্তর জানাবো ইনশাআল্লাহ ।
খুব দ্রুত চেষ্টা করবো জানাতে।
ইনশাআল্লাহ শুক্রবার এর মধ্যেই জানাতে চেষ্টা করবো । তার আগে সময় পেলে জানিয়ে দেবো।
জাজাকাল্লাহ ।
এর জন্য যা করতে হবে সেটা হলো আপনার নিজের একটা জিমেইল একাউন্ট + ইন্টারনেট কানেকশন। আপনার দুটো জিনিসই আছে আমি মনে করি।
এখন সিস্টেমটা আমি নিচের কমেন্টস এ দিচ্ছি।
আর গতকাল সময় করতে পারিনি তাই সরি বলছি।
কোন প্রবলেম হলে জানাবন আশাকরি।
২। মেনু ওপেন করুন কন্টাক্টস মডিউল এর।
৩। নিচের ছবিটি দেখুন "Import/Export" মেনু আছে" সেখানে ট্যাপ করুন।
৪। এরপড় একটি স্ক্রিন আসবে সেখানে থাকে "COPY CONTACTS FROM".[এখান থেকে আপনি আপনার ইচ্ছামত ফোন/সিম/মেমোরি কার্ড/মেইল বিভিন্ন লোকেশন থেকে CONTACTS COPY করতে পারেন।]
- Next।
৫। নিচের পিকচারটি দেখুন "COPY CONTACTS To"মানে আপনি কন্টাক্টস কোথায় কপি করবেন সেটা সেটা ট্যাপ করে নেক্সট দিন.
৬। এরপড় আপনার কন্টাক্ট লিস্ট চলে আসবে আপনি সবগুলো কনটাক্ট একসাথে সিলেক্ট করে ব্যাকাআপ নিন।
*** উল্লেখ্য আপনি বিভিন্ন লোকেশন থেকে কন্টাক্টস কপি করে বিভিন্ন লোকেশন এ ব্যাকআপ নিতে পারেন।
তবে আমার কাছে জিমেইল এ ব্যাকআপ নেয়াটাই ভালো মনে হয়।
কারন যে কোন মোবাইলে আপনি জিমেইল দিয়ে লগিং করলেই অটোমেটিক আপনার কন্টাক্টস ফোনে চলে আসবে.
এরপড় আপনি ইচ্ছা অনুযায়ী ফোন/সিম কার্ডে কপি করতে পারবেন।কপি না করলেও প্রবলেম হবেনা।
*আমার কাছে গ্যালাক্সি এস থ্রি না থাকার কারনে মেনু এদিক ওদিক হতে পারে বাট সিস্টেমটা এরকম।
আশাকরি আপনি ঠিকমত পারবেন।
* আর জিমেইল এ ব্যাকআপ নেয়ার জন্য নেট কানেকশন এবং জিমেইলে অবশ্যি লগিং করা থাকতে হবে।
ধন্যবাদ আপনাকে। জাজাকাল্লাহ।
শুভেচ্ছা জানবেন।
শুভেচ্ছা সতত।
মন্তব্য করতে লগইন করুন